শুভ কামনা ভাবনা কেবল
নয় মাঠের ফসল
কিবা কদলী,জাম্বুরা।
হরিনীর গায়ের চামড়া
কর্পুর বসুন্ধরা।


শুভকামনা সেতো
প্রেয়সীর চুম্বন নয়
নয় কোলে প্রিয়র
কেশ দুলানু মস্তক ,
নম্র ভদ্র শিশুর কোমল
হাত নয় ,
নয় সাধু সন্ন্যাসীর
বস্ত্র বচন ,


অন্নপূর্ণার নয় শত ব্যঞ্জন
কিবা দ্রৌপদীর ব্যবহার,
জয়নাবের মুখের হাসি নয়
নয় রাজ দরবার খাবার ।


সেতো হৃদয়ের নালায়
রোধির ধারায়
অব্যক্ত চিৎকার।
গুয়েতনামা থেকে
কান্নার অহং কার।
শুভকামনা
ভেতর থেকে ভেতরে
জ্বালাবার,
দীপ  জ্বালাবার।