সম্মান আজ বাজারের দরজি
সবজি ওয়ালা আর বণিক ব্যাপারি।
আপনার চেয়ারে আপনি না বসে
বসায় চারিপাশের অক্ষি।


সে কভু কবুতর সাজে
কেউ যদি তাকে আদর করে পোষে,
আবার কখন সাজিতেই হয়
যদি তার মুল্যায়ন না হয় ,
কি রবে তার আত্মার
সম্মান মহলে,
কে করিবে তার কীর্তন চর্বণ
প্রশংসার মৃদঙ্গ তালে।


আবার সে বিড়াল সাজে
ভেজা গায়ে গরজ ধরে,
চিত্রদিলে দেখে সেই কাহিনী,
মাসি তাকে এখনো ডাকে
বড় বড় সম্মান সুরে
বনের সেই বাঘিনী।
আত্ম মর্যাদায় বিড়ালী
কেনইবা হবে না বল
একটুস অহংকারী ।


সম্মান আবার পল্টনের সভা সাজে
কিবা বিজ্ঞাপনের দেয়ালিকা,
যতই মাজিবে ততই বাড়িবে
ততই চলিবে
আত্ম সম্মান চাকা।


সম্মান আজ মাস্টারের চোখের চশমা,
সেবিকার মাদার তেরেসা বেশ,
পুলিশের পুলিশি পোষাক
টিভির নানা আলোচেক ।
সম্মান আজ শার্ট প্যান্ট টাই
নামি দামি শাড়ি,
রবি ঠাকুরের গোফ আর
গাল ভর্তি দাড়ি।
সম্মান স্টিফেন হকিংয়ের অচল দেহ
মাইকেল জ্যাকসনের ড্যান্স।
চে গুয়েভরার মুখায়ব ছবি
বলিউড , হলিউড রোমান্স।
সম্মান কাটা টেবিলে কাটা চামচ
আর নামি দামি পাস্তা।
আপনারে ছাড়িয়া আপনার অরন্যে
খুজা নতুন রাস্তা।
আত্ম সম্মান ফেরিওয়ালা রাস্তা!!!