জানি আমি তার মত নই
নই উনারও মত।
কিবা আপনারও মত।
আমি তো আমি
মিলিতে চাই না , পারি না
হব না কার মত।
আমি আমি
কেবলি আমি ,আমার মত ।


আমি বালুচর ,কিবা উর্বর জমি
আবার কাদা ভরা পথ,
আমাকে দেখে কেউ হাতি তালি দেয়
আবার ভাবে কেউ
আমি যত আপদ।
আমাকে কেউ কোলে লয়ে
বেড়ায় সারা আঙ্গিনা।
যদিও কেউ আমার
নামই নিতে
চায় না।


কেউ ভাবে আমি কোকিল
কিবা ব্যঞ্জনে অন্নপূর্ণা,
আবার কেউ বলে আমি বিদ্যা
হিটলার মুসিলিনটা।
আলেকজান্ডার বলেও কেউ
ডাকে স্রোতস্বিনী নদী,
দুপুর হাওড় একলা কৃষক
সীমানা হীন জমি।
আবার কেউ বলে আমি বাচাল
নষ্টের শিরমনি।
স্বার্থ বাজ চতুর শেয়াল
বাটপার নির্মম শনি।


আমি পশুর চেয়েও পশু
নরাধম বেইমান এই ভবে,
আবার কেউ ভাবে আমি দেবতা
অবতার মানব রুপে।


পিতৃ ঘরে সুসন্তান আমি
সোনায় বাধানু প্রাণ।
কন্যার বাপে কয় বাপু
তুমি হইলা
কয়লার এক চান ।
অযোগ্য সন্তান ।।