আমি আজও কাদি,
শকুন্তলার মত বিলাসী চিত্তে ভুল
কিবা অর্জুনের মত শক্তিশালী তীর নিয়ে নয় ।
সামান্য এক পিপীলিকা জীবনে
হাজার জনক যজ্ঞের আহুতি হয়ে ।


কর্মের পাহাড়ে কর্তব্যের প্রহারে
আপন ধ্যানের চাবুকে।
নির্লজ্জ হয়ে যখন বার বার হারি
আপন জ্ঞানে বানানু
আপনার জংশনে ।


বিলাপ করে স্বরহীন চিৎকার
করি, করি আমি গগন পানে চেয়ে।
বিশ্বাস আমার মেঘ সম
কেউ যদি শুনে আমাকে।
কেউ যদি পড়ে নেয় আমার মন
হাতের বিফল রেখা না দেখে।
যাদু ভরা স্বপ্ন ইচ্ছা
কেউ যদি জেনে নেয়
আমার চোখের চাুঊনি দেখে।
আমি কতটা সতী দেহ কাঁধে নিয়ে বেড়াই
পাহাড় শহর কিবা প্রবাসে ।
ব্যর্থতার মালায় যেন
ঘৃনা করে সবে,
না দূরে ফেলে।
শুধু দূরে না ফেলে।