আজ বর্ষার উল্লাসে মেতেছে চারিদিক
নব নব গংগা গেয়েছে যৌবনের গান।
হাওর বিল নালা ডুবেছে অতলে
পল্লবিত জলঘাস বেড়েছে সমতালে।


কচি কচি শাপলা কলি
হাবুডুবু খাচ্ছে তরঙ্গ জলে,
উপরে মাছরাঙ্গা বসেছে ধ্যানে
গভীরে মীন শিশুদল
ছুটেছে গোল্লাছুট মনে ।


দু একটা মেশিন শব্দ
নৌকা চলে ঘাসের বুক ছিড়ে।
ক্যাওরাল পাতা নড়ে তলে
শালুক বাড়ে অন্তরালে ।


জেলে জলে জাল ফেলে
করে বন্দনা হত্যা নেশায় মেতে।
বড়শি হাতে বালক বুড়ি
তপস্যায় মগ্ন শিকারে।


চুল ভেজা দেহ
সারা গ্রাম।
কলা পাতায় বসা বৃষ্টি বারি ।
কাদা জল ডুবা বাট
খেলেছে বালক দল
বল লয়ে ছুটাছুটি ।


যুবক বৃদ্ধ তরুন নবীন
তাসের পাতায় নেশাতে বিলিন ,
চিৎকার কিছু চেচামেছি
আনন্দ রাগারাগি সংগিন।
বর্ষার আনন্দ
হাওর ধরে
হয়
এমনি চিরদিন