রাস্তার উপর থাকা মানুষ গুলো যখন
উপবাস খেলায় আনন্দ খুজে বেড়ায়,
মাটির দিকে তাকিয়ে মাটিতেই
আপনাকে খুজিয়া যায়,
তখন মনে হয়,
এত জিলাপি ভাজার গন্ধ কেন?
এত দু পিয়াজু ভাজার আওয়াজ কেন?
কেন ঘরে ঘরে মুড়ি ছোলার
এত রসনা লোলুপ ভ্রমন?


খেজুরের মত শুকানু মানুষের চামড়া
হয়ত আকাশের বড় চিল হতে পারবে না,
কাচের জানালা বিড়াল ভাংগবে না,
ভেঙ্গে যাবে না থালা বাটি ঘটি
কোন হঠাত ভুমিকম্পে।
তবু মনে হয় মাছি না মারা, ফুল ছেড়া
এই দালান প্রাসাদ দেখে দেখে।
কি দরকার ছিল
বাতাসে বাতাসে এটম বোমার মত
বেগুনি ভাজার রস ছড়িয়ে দিতে?
দেয়াল ভাঙ্গা হাতুরির মত
পথ পাশে এক
রসিক উতপাত
ইফতার শালা খুলে দিতে?


রোজা কি আছে এই পথ পরে?
ধর্ম কি আছে এই ভিখারীর থালা ভরে?
পূন্য কি আছে এই পথ শিশুর
কুলা কপালে?
অনাহার কি আছে এই আহার হীন
প্রাণির জীবনে?


যদি না থাকে,
তাহলে
বন্ধ হোক তোমাদের নির্লজ্জ সুতীব্র ঘ্রাণ ,
পুড়ে যাক এই সব আয়োজন,
ছাই বৃষ্টিতে ঢাকা পড়ুক ক্ষুধার এই মরণ।
এক উপবাস করিতে নিবারণ
বানাইও না আর
শত কোটি উপবাসী জীবন।