তোমার পড়নের লাল শাড়ি ,
চুলের অগ্রভাগে মেঘ রক্তিম লাল ফিতা
থামিয়ে দিল আজ রেল গাড়ি
ভেংগে দিল সমস্ত যোগাযোগ
আর
নিত্য নতুন প্রযুক্তি।


হারিয়ে দিল সব উড়োজাহাজ
ঠোটের লাল আবির ছড়ায়ে,
পথ পাশের হাজার বাতি নিভে গেল
তোমার কুসুম কুসুম গাল জড়িয়ে।
চোখের কোনে বিন্দু সম
লাল বাতি
উজ্বল যখন বক্র চাউনি ধরে,
হাজার নৌকা ডুবে গেল
এক তরংগ সলিলে।


থেমে গেল রেল গাড়ি
জীবনের পথ ধরে।
থেমে গেল সময় নদী
তোমার লাল টিপ ছুয়ে।