আমাদের চেয়ে বড় খুনি আর নেই
আমাদের চেয়ে বড় শয়তান আর নেই ,
আমাদের চেয়ে বড় অধর্ম আর নেই ।
আমাদের চেয়ে বড় অকল্যাণ কর আর নেই ।
রসের মত
কণার মত
পাতাল পুরীর রাজ্যের মত
বিশাল কৃষ্ণ গহবর অন্তরে।
যতগুলো পশু আছে দুনিয়ায়
তার চেয়েও বেশি হিংস্র পশু আমাদের অন্তরে।
জেগে উঠেছে তা
মাথা তুলেছে তা ঘরে ঘরে।
স্বার্থের সাথে সত্যের হয়েছে বসবাস।
অপারগ মানব করে নিয়েছে আইন
সকল অপরাধ ।
করে নিয়েছে মস্তিস্ক দুষন
পবিত্র পেয়ালায় বিষ পান করে।
রক্ত উদরে রক্তের কারবার
তুলে নিচ্ছে নিত্য নতুন সভ্যতা
জগত চিনিবারে ।
জগত নাশিবারে।।
আমাদের মত গিরিগিটি আর নেই
নেই অস্কার আমাদের সমতুল্যে ,
আমরা অসুর হয়ে দেবতা বধি
দেবতা হয়ে অসুর পুজি
অসুরামি ভালবেসে।
কখনো মিথ্যার এ সত্য
কখনো মিথ্যার কল্পনা ভালবেসে।