সমস্ত মহাশুন্য দখল করে নি সূর্য
যতটুকু রেখেছে অধিকারে ,
ততটুকুই উজ্জ্বল ,উল্লসিত ,স্বপ্ন ময় রঙ্গিন লহরে ,
কে জানে পরে আছে কি নেপচুন ছাড়িয়ে
কিবা আরো পরে অন্তরীক্ষ অন্তে?
কল্পনার দিশায় যাই ভাসুক
মনের আশায় যাই আসুক
ফোটে গেছে ফুল দিনের তোরণ ভোরে ।
হেসে উঠেছে ধরনী , সংসার কাননে অলি কলি লয়ে ,
ওগো কে কোথায় ?থাক যেথায় চলে এসো বাহিরে।
অন্তরে তোমার যাহাই থাকুক যজ্ঞ হোম
মৃন্ময় মন্ত্র তন্ত্র বেহুলা বহরে ।
একটূ খানি হেসে উঠ , একটু অভিনয়ে ।
সূর্য যে এনেছে কিরণ , বাতাসে যে এখনো বহে
তোমার কারনে ।
তোমারে পুজিতে সেজে গেছে প্রকৃতি
আপন নারদ সংগীতে ,
এমন বেসামাল হলে বল,কি কষ্ট যাবে ওদের মনে ?
হেসে উঠ জগত বাসী পুস্প মুখ ভরে,
এতটুকু চাওয়াই কর পুরন হৃদয় শীতল করনে ।