যেখানে আছি
সেখানে আসিত পারব কিনা
আরও পঞ্চাশ বছর কিবা তারো দু গুনের পর ?
কি জানি ।
প্রতিদিন যেভাবে সূর্য উদ​য় হ​য়  
যেভাবে সকালের আলো আসে
ঘর থেকে আমাকে বাহির করিতে ।
এমন ভাবে কেহ
থাকিবে না হেথায়
সেদিন আমাকে পুনবার ডাকিতে ।
পূন্যের মত যে অপরাধ করেছি
তার বর দান এমন
জেনে লোভ হল অপরাধে ।
মাটির বুকে চির জাগ্রত কিছু কথা থাকে
কিছু ইতিহাস থাকে সত্যি লুকায়ে ।
আমার অতীত আসিবে না আর
এমন অথিতি হ​য়ে ; তা সুনিশ্চিত .
তবু
সেদিন মাটি ভেদ করে গজাবে যে ঘাস
কিবা মাথার পরে থাকিবে যে আকাশ ।.
মনে রেখ তোমরা
ঠিক আজ আমি আছি যেমন .
কল্কি পূরে তখ্ন হয়তো
এসে যাবে আর ও কল্কি বার বার,
তবু এই কী বোর্ড আর কম্পিটার
থাকিবে স্বাক্ষী হ​য়ে যে আমার ।
সেথায় যাক চলে এমনি শত কিবা
তার পাচ গুন বছর ।
মনে রেখ আমার হাসি মাখা চোখের জলের
এক অগ্রিম শ্রদ্ধা বহর ।
শান্ত নারায়ন সেবা মগ্ন
এই ডাঙাবেল  নগর । ।