আমায় মুক্ত করে নিয়ে নে
জঙ্গলে ;
নিয়ে নে সখা আমায়
ওই পুরাতনে ।
এমন হাওয়া হীন ফুসফুসে নিয়ে
বেচে থাকা মরন সম
তব লোকাল​য়ে ।
কি আছে হেথায় ?
কি আছে মানবতায় ?
চিলের পাখায় পিপীলিকা উড়ে
ওই শুন্য তায় ।
ঘুরে দেখ  গরুর গাড়ি
ওই ঘোড়ার গাড়ির আবেশে ।
সব খানে মিথ্যা নিয়েছে রাজাসন
সত্যের প্রাসাদে ।
লুকোচুরি করে যে খেলা হত
আধারে কিবা গোপনে ।
সেই তেমন দিচ্ছে অপবাদ্
ডেকে কালো জিহাদ্
ওই প্রকাশ্যের বিরুদ্ধে ।
জঙ্গল ই আমার মঙ্গল্
সখা
তোর এই নগর সভ্যতা থেকে।
মানুষ যেথায় নেই
সেথায় সুখের করুনে
শান্তি চির কালীন হ​য়ে
উঠে জেগে ।
হুশের নগরে বসে
চলে বেহুসের হাট তপস্যা ।
বধু যদিও
উর্বশি, মেনকা,  রম্বা
তবু প্রান প্রিয়া হ​য়
তার্
সকল বারবনিতা
মুখোশি বেশ্মা ॥