শুনেছি ছেলেটা খুব অভদ্র
যখন যেমন মনে আসে
তেমনি থাকে সে ।
লোকে বলে এত হতচ্ছাড়া ছেলে
দুনিয়ায় কখনো আসে নি.
আসলে কি তাই ?
বিচার কর্মে নিমগ্ন অবোধ মন্
উপদেশের নৌকায় বসে
সচরাচর এমনি বলে থাকে ।
লোকালয় যদি এত ভাল স্থানই হত
তাহলে পবিত্র বই গুহার মাঝারে আসত না ।
মুনি ঋষি বনে জঙ্গলে
দেবতার জন্যে তপস্যা করত না ।


তপস্যার জন্য লোকালয় সর্পময় ;উপদায়ক উপকারী ।
সাইন বোর্ডে যদি লেখা হয়ে যায়
ছেলেটা তেতুল কিবা কচি আম
তাহলে যতই চিনির সাগর সে রাখুক ধরে
দেবতার হাতে মন্থন করে
  বিষ টক যে খুজিবেই সবে।
যাহাই করিবে যাহাই বলিবে
সতীন সমাজ তার দাড়াবে সম্মুখে ।
বলি এমন পুজা মনষার মনে
যখন থাকে জিয়ে ।
চন্দ্রধর যত নিষ্পাপ ই হোক
লক্ষ্মিন্দর থাকে না জিয়ে ।
গুনি না হলে কেউ
হয় না খারাপ ।
বুদ্ধি না থাকলে কেহ কভূ
হয় না
শ​য়তানের বাপ ।
বলি চোখ খূলে দেখি
কতটুকু নিতে পারি মোরা
ওই সুর্যের তাপ ।