নির্বাচনের সম​য় যত ঘনিয়ে এল
ততই জেলে পাড়ার আকাশে
মেঘের মেঘ পরিমান বাড়াবাড়ি ।
অক্সিজেন বিক্রেতা গাছের পাতাও
ঝরে গেল অকালে ।
জেলে পাড়ার জালএর গন্ধে যেখানে
মাছির ছিল নিত্য বসবাস
তারাও জানি কোথায় গেল সন্ন্যাসে ।
নির্বাচন এলো খুব দুয়ারে
দেবতা নির্বাচনের পদার্পনে
হারিয়ে গেল দেবতা ঘরের সিংহাসন থেকে ।
ভ​য়ে তটস্থ ভিটা মাটি
দেখে কেবল পাশের রাক্ষসি নদী ।
বেগ যার এখন আর বেশি
মুখের ভাষা আরো হিংস্রম​য় ।
নারী শিশুর জীবনে সে যত যন্ত্রনা ময়
ততই সে আরবের তরবারি ।
গুহায় গুহায় বেচে থেকে এই
তুর্কি নাচনের সমাজে ,
আর কোন গুহা নেই এই
জেলে পাড়ার কপালে ।
কুমার পাড়ার যে গতি হয়েছিল গত বার্
এমন পরিনতি নিতে হবে মেনে
এই পাড়ার বার বার ।
মাটির কলসির মত সব দিয়ে যাবে ভেঙ্গে
রুষ্ট পরাজিত দেবতারা;
আগুনে আগুনে করে যাবে চলন্ত জীবন্ত প্রাণ যঙ্গ ।
ঘরের সিন্দুকে রাখা সিদুর নিবে হরন করে ।
যে বালিকা এখনো করেনি স্নান নদীর পাড়ে
তাকেও দিবে না রেহাই
তাদের মৌলভি মন কলঙ্ক থেকে।
ঊড়ে যাবে গাছের পাখি
চলে যাবে মাটির তলদেশ থেকে পিপীলিকার দল ।
নির্বাচন এলে বাবু
এমনি আসে সুনামি সম
উজাণের ঢল ।