আমি কেন বানর পুজা করি ?
কেন হাতি পুজা করি
মাটির মুর্তি কেন উপাস্য আমার ?
এমন প্রশ্ন আপনাকেই বাধ্যতামূলক ভাবে
নামতা উচ্চারনের মত উনাদের মুখ থেকে
শুনতেই হবে ?

পায়ু পথের মত এমন শ্রুতি পথ
আমার জন্মের সাথে নিবন্ধিত ,
যদি জন্ম গ্রহন হ​য়
এই বঙ্গদেশে
কোন তুলসি আঙ্গিনার আল​য়ে ।
ঊলুধ্বনি যদি হ​য়ে যায় তোমার সাথি
তাহলে শুনতে হবে
ভুত পুজা ছেড়ে চলে আস আমাদের
ঊম্মার দখলে ।
নয়তো পোস্ট অফিসে তোমার সেকেন্ড ক্লাস টিকেট্,
সেকেন্ড ক্লাস জব ফাস্ট ক্লাস কলমের ,
তোমার জন্য সেকেন্ড ক্লাস পতাকা
সেকেন্ড ক্লাস জাতীয় সংগীত
আগাছার আসনে ।