দরজা বন্ধ করে দাও
জ্বানালার পর্দায় লিখে দাও কিছু
বিবাহিতের বাড়ি সখা
বিনা কাজে সূর্য হ​য়ে
আধারের নিও না আর পিছু ।
গন্ধে গন্ধে বন্ধ মনে
উড়ে যাও যেথায় খেলে কেঊ
প্র্জাপতি পাখা ।
জোনাক আলোয় বসএ সেথায়
কর কিছু সখা।
দেব জ্যোতি যেথায় জ্বালিয়েছি
মন বন্ধনে
মোম বাতি জ্ব্লিবার সাধ  সেথায়
রাখিও না মনে ।
করিও না ফুলের চাষ আশ পাশে
রংধনু হ​য়ে উঠ না কেঊ
এই বিবাহিতের দরজার সম্মুখে।
মাতাল হয়েই মদ পিয়েছি
কি আর সুরাসক্ত্ করবে সুরা
তড়িৎ তালে দাড়ায়ে চৌদিকে ।