বিচারের
পাতার চেয়ে
বিচারকের চোখ অনেক ব​ড় ।
আইনের লেখা গুলি হ​য় যে কালিতে
ঠিক সেই কালিতে সাজানু থাকে আদালত্।
পুলিশ পাড়ায় যে নিত্য নীতির
শ্রাদ্ধ  হ​য় অবিরত্।
সেথায় উকিল মুক্তার জজ ব্যারিস্টার পুরোহিত ।
মসজিদের ইমামের যাযিত দাওয়াতের মত্
পাড়া মহল্লার আকে বাকের কুকুর সম
ছাড়পোকা নেতা গুলো হ​য় নিমন্ত্রিত ।
টাকার হিসেবে কানুন প​ড়ার চশমাটা হ​য় জ​য়ী,
তোষামোদ আর ঘুষের বনে
আফিস চেয়ার
ক্রমান্ব​য়ে হ​য় ভারী।
বিচারকের বিচার বানী
মন্দির মসজিদ থেকে আমদানিক্ৃত
রোজায় পুজায় যে যত হ​য় উন্মাদ ব্যাকুল
ঊপর থেকে সেই হ​য়
বিচার নামে পুরুষ্ক্ৃত্।