সেদিন ই হাসতে শিখেছিলাম
যেদিন জন্ম হ​য়েছিল
খুশির রাজ্যের রাজকুমার হ​য়ে
আমার অনুজের্।
আনন্দ সাগরে যে কল্লোল উঠেছিল জেগে
তার প্রতিচ্ছায়ায় নামকরন হলো তার্।
সদ্য উঠা ডালিমের বীজ সম দাঁত যখন
এসেছিল তার কাছে ।
তখন বাহু কাম​ড়িয়ে আমার
দিয়েছিল অন্ত যুদ্ধের প্রথম পরীক্ষা ।
অতপর অন্নপ্রাসন আসনে
দুনিয়া ভোজনে সামিল হল সে।
ঊপনয়ন চাকায় রাখিল পা কিছুদিন পর
শুরু হল স্বপ্ন আমার্
বিশ্বাস দর্পণে ।
কিন্তু কবে
সে হ​য়ে গেল আজিকার  তরুণ উদীয়মান্
তাই শুধু ভাবি
অবিশ্বাসী মনে ।