শান্ত  কাশফুল গুলো যদি না দাড়ায় একত্রে
নত মস্তকে না করে তপস্যা প্প্র্ক্ৃতির গায়ত্রীর
দাড়িয়ে নদী কি বা খাল বিলের পাড়্।
আনন্দ আহ্বানে না প​ড়ে ছ​ড়িয়ে চারদিকে
তাহলে কিসের পূজা মা এবার তোমার?
আমি না হ​য় বন্দি থাকি
বড্ড কর্মের ব্ৃদ্ধ সতীন রোগে।
তুমি তো মা মুক্ত স্বাধীন
অবহেলায় রই না যেন প​ড়ে ।
বেল পাতার গন্ধ যদিও হায়
নাহি আশেপাশে।
আতপ চালের দোকান গো মা
আছে বেশ
এই বিদেশে ।
দূর্বা মনে দুর্গা সাজি যা করলাম জ​য়
পুজার নামে আসিস মা তুই ,
প্রবাস থানায় ;
মনে যদি তোর ল​য় ।
ঊষার সুভাসে সুদিন যদি ঢাকা প​ড়ে মেঘে
দোষ কি মা মোর
বাজাতে ঢোল
মন্দিরের ঢাকি ছেলে হয়ে ।


পুজার মন্ডপে নাই বা নাচি
ধুপ ধাচির তালে তালে সব্যসাচী /
না এলে আমি রে মা
পুজা তোর হবে ।
কাশবনে ফুটলো না
এক কাশফুল
তা...
কে জানিবে?