আতঙ্ক সচেতনাতায় পরিপূর্ন আজ বিশ্ব
তাকে তোমরা রক্ত ভীতুই বলতে পার .../
তলোয়ারের রক্ত পিপাসু ধর্ম মন
যেভাবে বেড়েছে
ওই ধর্ম নামক অধর্ম মুর্খের ছায়াতলে..!!
সেখানে এক লি এর প্রাণের দামে
ব্রিটেনের স্বাধীনতা।
সেখানে সংখ্যালঘুর জঙ্গি কর্মচঞ্চল আক্রমনতায়্
সংখ্যাগরিষ্টের স্বাধীনতা।
দেশ ছাড়ি বিদেশ লোভী ওই দানব প্রাণ
পরভুমিতেও
অসন্তুষ্ট চিত্তে করে
বেহেস্ত লোভের নির্মম সাধনা।
সেথায়
আনজিম চৌধুরীদের উন্মাদ ব্যবহারে
বুকে বসে মারে যে চাকু মাথে,
তার আতঙ্ক সচেতনায়
ব্রিটেন স্বাধীনতা।
পরভূমে
ভুমির দেশে বোরকার দরে
রমনী করে ভোগ
ওই গনিমতি লোভি পাক জারজ .....
বুঝালো তারা কতটা শিয়াল চতুর
মুরগীর ঘরে
আশ্রয় নিয়ে মুরগী খেতে...
স্বাধীনতা এলো তাই
ব্রিটেনে
প্রবল উচ্ছাসে....
আতঙ্ক সচেতনাতার বিশ্বাসে॥
সংখ্যালঘুর হাত থেকে
স্বাধীনতা এলো
সংখ্যাগরিষ্টে।