কি দেখছ এভাবে তাকিয়ে?
এতদিন গাছ গুলোতে পাতা ছিল,বাতাসের সাথে খেলা ছিল
রঙ মেলার সাথে প্রতিযোগিতা ছিলো,,,,,
কিন্ত এখন তুমি প্রবাসে,,,
এখন তোমার  ঝরে যাওয়ার সময়,,,,,
এখন তোমার  সব কিছু মেনে নেবার সময়,,,,,
শীত যে এসেছে দুয়ারে।
তাই সব কিছুই মেনে নাও প্রমিত।
মেনে নাও,,,


সকাল সকাল যখন কাকও মেলে না ডানা
তখন তোমাকে হয়তো জাগতে হয়,,,,
হাতের মাঝে তেল মালিশ করে রাখতে হয়!
পায়ের নিচে হাড় গুলিকে হাতুড়ি দিয়ে পিঠতে হয়!
কানের ভেতর বিশুদ্ধ তুলা
শান্তির জল মিশিয়ে রাখতে হয়!
গায়ের চামড়া গণ্ডারের মত করতে হয়!
এগুলো করলেই তো তুমি থাকতে পারবে হেথায়
এগুলো করতে পারলেই প্রবাস জীবনে
অন্য প্রবাসীর কাছে যে যোগ্য হতে পারবে তুমি।


তোমাকে গাদার মত কাটিয়ে সেই মহামান্য প্রবাসীর
হয়তো মনেই হয় না তুমিও তার স্বদেশীয় স্বজাতি,,,,
তাই বলে তুমি যথাযথ বেতন আশা করবে তাদের কাছে?
তোমাকে দিয়ে বাড়তি কাজ,,,,বাড়তি যাচ্ছেতাই
করানো যায় বলেই তো
ওরা আজ প্রবাসে মহামান্য প্রবাসী।
ওদের বাড়ি আছে,গাড়ি আছে,ভাত বেচার দোকান আছে
মন্দির আছে, মসজিদ আছে,,,,
সেখানে তোমার মত অভাগা জন্ম দাস থাকবে না,,,
ক্ষুধার জ্বালায় নাচবে না,,,,
পেটে ভাতে কাজ করিয়ে তোমায় কুকুর বানাবে না,,,,
তা তুমি কেমনে আশা করো?
তোমরা পারো প্রমিত,,,,,পারো তোমরা!!!


আচ্ছা বুকে হাত দিয়ে বলো,,,,,তুমিও স্বপ্ন দেখনা এমন?
তুমি কোন দিন হতে চাও না তাদের মত,,,,,!
যারা স্বদেশে গিয়ে শত কোটি টাকায় বিয়ে দেয় কন্যার
হাজার খানেক ব্রাহ্মণের সেবায় রচে শখানেক মন্দির,,,
যারা তসবি ছাড়া সবজিও করায় না চাষ মাঠে
তাদের মত কি হতে চাও না কোন ভাবে,,,,
যাদের তোমার মত এক প্রমিত থাকবে,,,,,
যাকে দাসের মত তুমি ব্যবহার করবে
যার চোখের পানিতে তোমার অর্থ বৃক্ষে
গজাবে
পাতার পর পাতা,,,,
যাকে পায়ে পায়ে তুমি নীতি উপদেশ শিখাবে
সততার মডেল বানাবে।
ধর্মের বানী শুনাবে!!!
আর নিত্য করবে শ্রাদ্ধ
তার প্রতিটি বেচে থাকার অধিকার।
তুমি চাপাতি হাতে গুপ্ত খুন করবে
তার স্বপ্ন,,,আশা, ভালবাসা আর
দেশ থেকে বলা তার মায়ের একটিই আবদার।
" টাকা - পয়সা চাই নারে বাবা
তুই শুধু  ভালো থাকিস,,,,,তাই যে চাই বার বার।"
###############################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৯/১০/১৭