পূজা,,তুমি প্রতিবারই আসবে,,,
আবার চলেও যাভে,,।
তুমি আসবে বলে,,গাছের পুরাতন শাখা
গজিয়ে দিবে নতুন পাতা,,
দূর্বার দল হুমরি খেয়ে হয়ে যাবে বড়,,
রাস্তা ধরে ভেঙ্গে ছুড়ে থাকা লাইট গুলি
ফটাফট হয়ে যাবে সুন্দর।


কিন্তু পূজা বলত,,এ করে কি
সত্যি কারো পূজা হয়।
ওই দেখ,,আমার ঘরের মেঝেতে
এখনো কতগুলি ইদুর লুকিয়ে আছে।
ঘর ভর্তি ধান আমার,,
তাদের পূজা আর আমার পূজার পার্থক্য
ওরা কেন বুঝে না,,?
কেন?


আর যাই করো
ওদের হয়ে আমার গোলা ঘরে
পূজা তুমি পূজা হয়ে এসো না!!


নাকি তুমি সেথাও আসবে,,
মাটিতে পা রেখে মাটির প্রতিমা হয়ে আসবেই?
কেন? কেন?