একটা নদী,,তাতে কেমন আর জল?
ঝাপ দিলে প্রাণ পাওয়া যাবে না হয়ত,,,,!!
পাওয়া যাবে না হয়ত সেই ইন্দিরা গান্ধী!
তবু সেনার বুট আর বুলেটের শব্দতো সেখানে নেই,,,
নেই লাশের পর লাশের উপর শান্তির মুকুট!!


একটা সাগর!!!
ট্রলারে পাড়ি দিলে সেথায়,,,
ঢেউ হয়তো নিতে চাইবে গ্রহণ করে,,,!
জোর করেই নামিয়ে নিবে তরী হতে,,,
তৃষ্ণার্ত মুখে জল ঢুকিয়ে বলবে
খা খা,খা লো পানি খা,,,,
আদরে, আপ্যায়ণে নিবে গ্রহণ করে চিরতরে।
তবু কোন দেশের বর্ডারতো অতিক্রম করতে হবে না,,,!!!
প্রাণের তরে দুয়ারে দুয়ারে দাঁড়াতে হবে না,,,,
হজের পরিভ্রমণে ব্যস্ত মুসল্লি আর ধর্ম ব্যবসায়ী আরবির,,,
বোবা  অন্ধত্বের গিরগিটি রূপ দেখতে হবে না।
নিতে হবে না দায়ভার সেই অসভ্য চা- পাতি ওয়ালাদের,,,
কাপুরুষত্ব বিশ্বদরবারে,,,,।
দেখতে হবে না শত শত বোরখা পরা,,,,
মাশরুম সংগঠন অর্ধ চন্দ্রের নামে।


আমি নদীতে নামব,,,
পাড়ি দেব সমুদ্রের সাথে সমুদ্র হতে।
কোন দেশের চীনের দেয়াল নয়,,,
আমি যাব নোবেলের দেশে।
আমি যাব মানবতার বেশ্যাদের কাছে,,,,
আমি প্রাণ দিয়ে দিয়ে এসেছি অনেক,,,
আমি ইজ্জত দিয়ে দিয়ে এসেছি অনেক
সেই আরাকান থেকে,,,,!!
আমাকে একটা শান্তি পুরস্কার কী দেওয়া যায়!!!!
একটা শান্তি পুরস্কার !!!!!!
রোহিঙ্গা শিশুটির মৃত লাশের দরে....


আমাকে একটু বাতাস কী দেওয়া যায়
তোমাদের মানবতার বস্তা বন্দি থেকে?
-------------------------------------------------------------------
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০১/০৯/১৭


( আজ দুটি বিষয় নিয়ে লিখেছিলাম কবিতা,কিন্তু এই বিষয়টি আমাকে খুব ভাবাচ্ছে,,,,ইন্দিরা গান্ধীর খুব প্রয়োজন আজ)