আজ রাতের গন্ধে করেছি আমি স্নান,,,
পূন্যস্নান,,,
যে গন্ধে শুধু আছে আধারের পাহাড় কথা,,,
বেদনার সুইয়ে নিমগ্ন পাতাল পথের কথা,,
যে কথায় আমি গর্বের কান্না শুনেছি
ত্রিশ লাখ শহীদের,,,
রক্তের বন্যায় উর্বর হতে দেখেছি স্বর্গ,,
স্বাধীনতার পথে
রক্তিম চক্ষুতে মানুষ দাঁড়িয়েছে দেবতাদের সম্মুখে,,
স্বর্ণের শিকল নয়,,মুক্তির দাবীতে,,মাটির পথে
বিদ্রোহ করেছে লজ্জানত হাত,,,
উচ্চস্বরে ফেরেস্তাদের গালে মেরেছে কসায়ে চড়,,
নিয়েছে আপনার অধিকার আপনার হাতে,,
জানিয়ে দিয়েছে বুলেট খেয়ে শিশু বুকে,,
ব্যানারে ব্যানারে,,,
যতই শক্তিশালী হোক ওই ইন্দ্ররাজ কিবা পশুরাজ
২৬ শে মার্চের কাছে সে হাওয়ার ধুলো।
২৬ শে মার্চের কাছে পদানত ওই শক্তিমান
উল্কার কাছে পতঙ্গ রূপে হায়েনার মৃত্যু আহবান।


যে আহবানে শুনেছি আমি,,
ধর্ষিতা মায়ের মহামান্য দৃষ্টতা,,,খড়গধারী রূপে
বোনের চোখের রক্তিম বীণে,,,কুপোকাত সব নাগ,,,
আগুনে আগুনে পুড়ে ছাড়খার ওই  স্বঘোষিত অগ্নি
মাটির জাগ্রত নেশায়,, বিলুপ্ত হয়েছে বন্য জংলি হাতি
নিশ্চিহ্ন হয়েছে পাগলী বন্যা,,কাদার বিদ্রোহে,,
রক্তের দেয়ালে ঢাকা পড়েছে জঘন্য পতঙ্গ।
লাশের স্তুপে স্তুপে,, জেগে উঠেছে
সবুজ ঘাস,,লাল পুষ্প মুখে,
যে পুষ্পে বিমুগ্ধ দুনিয়া দেখল  অবাক নয়নে,,
এ এক নতুন পৃথিবী,নতুন মহাসংবিধান,,
এক কালো রাতি,, বাঙালির স্বক্ষম সম্মান।


##########
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২৬/০৩/১৮