(অভিশ্রুতি হিন্দু হয়েছেন কি হন নি,,!
বা উনি বৃষ্টি খাতুন না অভিশ্রুতি শর্মা?


এই সব প্রশ্নকে পাতালে পাঠিয়ে দিয়ে ,,
বাবা ,মায়ের সন্তান ,,বাবা মায়ের কাছেই দেওয়া হোক। এক বাবা মা ই জানেন সন্তানকে কেমন বড় করতে হয়! কেমন জন্ম দিতে হয়? তাই বাবার চোখের জল,,মায়ের বুকের হাহাকার যেন দীর্ঘায়িত না হয়।)


যে মা জন্ম দিয়েছেন সন্তান,,
তিনি জানেন,,সন্তানের গায়ের পোশাক কী হবে?
তিনি জানেন সন্তানের চুলের সাজানো ধরণ টা কেমন হবে?
তিনি জানেন,,কী রঙ সন্তানের পছন্দ?
কী খাবার খেতে ভালোবাসে ,,আত্মার ধন!
কেমনে ঘুমায়,,কেমনে জাগে
কেমনে হাটে,কেমনে দৌড়ে
কেমনে কথা বলে,,কেমনে হাসে?
কেমনে কাঁদে কেমনে অভিমান করে?
তিনি জানেন কোন উপাসনায় উপাসনায়
সন্তানের সম্মুখে উনি হয়েছেন ঈশ্বর।
উনি জানেন কোন হাসপাতালে ঔষধ খাওয়ায়ে
বড় করেছেন সন্তানের হাত ,পা  এমনকি মাথা।
উনি জানেন কোন অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে
উনি কেমনে দেখিছেন সূর্য!
কেমনে সকল শব্দ বন্ধ করে দিয়ে
নিজের শব্দ ঢেলে দিয়েছেন সন্তানের মুখে।
হ্যা হ্যা উনি,,ওই যে উনি
যিনি দশ মাস দশ দিন পেটের ভিতর পৃথিবী বানিয়ে
সংসারের সর্ব স্বাদ দিয়েছিলেন সন্তানকে,
তিনি জানেন কোন পৃথিবীর দিকে আঙ্গুল দেখিয়ে
সন্তাকে বের করেছিলেন যোনী পথ দিয়ে।


আর সেই বাপ,,ওই যে
পাখির মত দাঁড়িয়ে থেকে ডালে ডালে
দেখেছিলেন কেমন জন্ম দিচ্ছে সন্তান তার প্রিয়তমে।
সেই বাপ জানেন,,সন্তান কেমনে বড় হয়,কোন ছায়ায়?
কীভাবে মুখে তুলে দিতে হয় অন্ন!
দুনিয়া তন্নতন্ন করে!!
কীভাবে শিখাতে হয় সাঁতার,,জলে!
নিজে ডুবে ডুবে!
কীভাবে চলন শিখাতে হয় পথে,,মহাসড়কে
নিজেই এক পথ হয়ে
শুয়ে থেকে
রোদে বৃষ্টিতে ,ঝড়ে,লাভায়,সুনামীতে।


বাস কীভাবে ধরতে হয়,,,সঠিক স্টেশনে
চালাতে হয় কীভাবে বাই সাইকেল সঠিক ব্যালেন্সে
তা বাবাই ভালো জানেন,,?
ভালো জানেন কোন দোকানের কোন মালামাল
তার সন্তানের জন্য উপযুক্ত।
উনি ভালো জানেন,,কোন পোশাকে
তার সন্তান দেখতে লাগে ভালো,,এই বাহারি জগতে।
ভালো জানেন উনি,,কোন পরিবেশে
উনার সন্তান সর্ব নিরাপদ,,,সর্ব ভয়হীন!
জানেন সন্তান কোন স্কুলে পড়বে,,
কী পড়বে ,,তার প্রথম নির্ধারণে!!
কোন থালায় খাবে,কোন বিছানায় ঘুমাবে
কোন রঙের চশমায় দুনিয়া দেখবে
তা বাছাই করার অধিকার ও দায়িত্বে দায়িত্বে
বাবাই,,হ্যা বাবাই ভালো জানেন
সন্তানের সকল মঙ্গলে।


বাবাই জানেন সন্তানের পায়ের জুতোর প্রথম মাপ
প্রথম রঙ,প্রথম ফিতে বাধার শিক্ষা ,দীক্ষা
বাবাই জানেন ,,নিজের চুড়ান্ত সিদ্ধান্তে
কিবা অভিমতে।
বাবাই জানেন সন্তানের চারপাশের
নিরাপত্তার সকল দেয়াল,
কেমনে গড়ে দিয়েছিলেন সন্তানের নজরে।
জানেন সন্তানের আবদার,বায়না,ইচ্ছা ,বাসনা
পূরণ করতে করতে ,, নিজের সর্বস্ব হারায়ে হারায়ে
সমাজের কোলে কেমনে
সন্তানকে এনেছেন কাঁধে করে
ওই আতুর ঘর হতে?


তাই সন্তানের নিজ বিষয়েও যদি ,,
সিদ্ধান্ত নিতে হয় সন্তানের।
পিতা মাতার অধিকার যেন ,,,
মুকুটের মর্যাদা পায় ,,সর্বোচ্চ সম্মানের।


পিতা মাতার অধিকার যেন ,,,
মুকুটের মর্যাদা পায় ,,সর্বোচ্চ সম্মানের।


######################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০২/০২/২৪