আমার বয়স আজ আট থেকে আঠারো,,,
হ্যা হ্যা আঠারো,,,হতে পারে বয়স আমার,,
সাত,আট,দশ, বারো ,চৌদ্দ কিবা পনের।
হতে পারে আমি বাবার অনুমতি ছাড়া
হাটতে পারিনি কিবা জানি নি,
আমি মায়ের হাতের মাখানো অন্ন ছাড়া
খেতে পারিনি  কিবা জানি নি,,।


বই ,খাতা ,কলম ,খেলা
আর এক দল স্বপ্ন ছাড়া
আমার কোন অফিস নেই,ব্যাংক নেই,বসত নেই
নেই পাহাড় হবার সর্বো বাসনা।
আমি রোদ দেখলে হেসে উঠি খিলখিলিয়ে,,
মেঘের ভালবাসা বৃষ্টি পেলে
ছুটে বেড়াই মাঠ হতে তেপান্তরে,,,,
আমার গলায় "আয় ছেলেরা আয় মেয়েরা
ফুল তুলিতে যাই" ছড়া আছে,,,
আমার ঘরে  ডানাওয়ালা একটা ঘুড়ি আছে ,
যা আমার নজরের মত।
আমার নদীতে সাতার কাটার বাহু আছে
যা আমার বিশ্বাসের মত,,,,
আমি বালক,আমি বালিকা,
আমি কিশোর হতে কিশোরিকা,
আমার গায়ে তরুনের গন্ধ পেতে পারো,,,
পেতে পারো তরুনীর।
আমার গায়ে তোমার গন্ধও পেতে পারো,,,
পেতে পারো স্বর্গ হতে ধরত্রীর ,,
আমাকে চিনতে পারো স্কুলে,পাঠশালায়,ফুটপাতে,,
আমাকে দেখতে পারো নানান ভঙ্গিমায়,,,,।


তবে সাবধান ,,,,সাবধান,,,ওরে সাবধান,,,,
আমাকে পাবে না কোন আসন চারপাশে
চিনি লোভী পিপীলিকা দলে,,,
আমাকে পাবে না  চিল,শকুনিদের সাথে,,,
আমাকে পাবে না নির্বাচনের ভোটে,,,,
আমাকে পাবে না কোন নামী দামী পোশাকে,,
আমি তোমার স্বপ্ন,তোমার আগামী ভবিষ্যৎ,,,
তোমার চেনা জানা পায়ের আগামীর পথ।
আমি তোমার দেশের আগামী দেশ,,,
আমি তোমার অস্তিত্বের আগাম সন্দেশ।
আমি প্রাণ থেকে প্রাণ,মান থেকে মান
আহবান থেকে আহবান।


আমাকে করো না আর অবহেলা,,
আমি ক্ষুদ্র হতে পারি আকারে,,,
তবে গর্জন করতে পারি সিংহনাদে,,,
আওয়াজ তুলতে পারি ওহে ধরিত্রীর চালক,,,
আর কত পিষে  মারিবে প্রাণ
জীবনের  মহাসড়কে,,,,!
বাঁচিবার জন্য এনেছিস যে নিত্যনতুন যান
বাঁচানোর জন্য তার কাঁদুক এবার জান।
তুই চালক হয়ে পালক যদি না হতে পারিস ভবে
আজ থেকে কথা দিলাম,, তোর নয়,,
রাস্তা আমার দখলে।