১)
ভালো আছি,,সকালের বিছানার  ঘ্রাণের মত
ভালো আছি দেহ বিচ্যুতি নিয়ে।
মনে হচ্ছে আগুন লাগাতে আসছে সূর্য,,
দেখাতে নয়, ছাই ছাপা আগুনে
পুড়াতে আসছে সব দিক।  
জ্বালা যন্ত্রনার নামে বিষকাব্য
দিচ্ছে উপহার গলে,,,
মরণের নামে নিতে চাচ্ছে কেউ
আমারে দখলে,,
ভালো আছি এমনে,,,


২)
ছাড়ার কি আছে?
চামড়ার উপর যে অনুভুতি
তাকে কেমন করে ছাটাই
করবে হৃদয় অনুভুতি?
কভু না,,,!
তাহলে হৃদয়ে যে শতদল ফুল ফুটায়,,,
যে কাঞ্চনজঙ্ঘা  হয়ে যায় সাগর,,
যে পুস্তকে পড়া হয় সকল নায়ক কিবা নায়িকা,,
শরৎ বাবু উপন্যাসের লাইব্রেরী হয় যে হৃদয়,,
তাকে অবহেলে অমৃত পান!
কভু না,, কভু না।


৩)
আমি ঘুম থেকে উঠব,,,
যে শব্দ দিয়ে চলে যাচ্ছে চিল উড়োজাহাজ,,
তার পেছন পেছন যাব,,,
মেঘ হতে মেঘের দেশে,,
আলোক রশ্মির মত নেমে পড়ব
কলির গায়,,,,
আমাকে পেয়ে আবির সাজে সজ্জিত হবে পুষ্পরেণু,,,
দুরন্ত বালিকাও শান্ত হয়ে
মাথা রাখতে চাইবে বাহুতে,,,


আমি ঘুম থেকে উঠব,
পাখির কলরব হয়ে নয়,,,
কন্ঠ হয়ে,,সকল শিশু বিবেকে।


৪)
বিয়ে,,নিমন্ত্রণ দিয়ে কুল খাওয়া কী?
নাকি হাড়ির ভেতর মুখ লুকিয়ে
হাড়িতে আশ্রিত তেতুল ভক্ষণ,,,
আচ্ছা বিয়ে কি মাটির নিচে
পোকাদের কোন আন্দোলন,,.!
নাকি ঈশ্বরের যৌন চেতনার বাস্তবায়ন?