১)


চল চল খেলতে চলি
চলন বিলের পাড়ে।
আম,জাম লিচু খাব
গাছে থেকেই পেড়ে!
খাওয়া দাওয়া হলে শেষ
আসবে নেমে সুরি
তার কাছে শিখে নেব
জ্যোৎস্না রাতের চুরি।


লেবু চোর লেবু চোর
দোয়েল বাড়ি যেও।
টিয়ার মুখের ডাক বুঝিয়া
ময়না পাখি হইও।


(সুরি:- যে সব কিছুই করতে পারে)


২)


ঈদের দেশে পূজার দাম
পানির চেয়ে সস্তা।
যেমনে খুশি তেমনে কিলায়
আটা ময়দার বস্তা।
সারা বিশ্ব ঘুরে দেখ
চান্দের দেশে হায়।
চান্দ ছাড়া আর কিছুই
সে দেশেতে নায়।


৩)


ধিন তানা ধিন, ধিন তানা ধিন
খোকন ময়না নাচে।
টিং টাং টিং ঘন্টি খানা
নুপুর পায়ে  বাজে।
উঠান বুকে কাকের দল
কা কা করে,,
খোকা এবার রাগ করেছে
খাবার সে খাবে।


খাও খোকা দুধ ভাত
পেট খানি ভরে।
বিকাল বেলা খেলতে যাবে
মায়ের আঁচল ধরে।


৪)
পুলিশ বাবু পুলিশ বাবু
ঘুষ তুমি খাও।
বিড়াল বাড়ির ভেতর খবর
বাঘের বাড়ি দাও।
পুলিশ বাবু পুলিশ বাবু
ঘুমাও কি খেয়ে?
পেট তোমার হচ্ছেই বড়
মাথার গিলুর চেয়ে।
তুমি যদি সাধু না হও
হবেই তুমি মোটা।
বনের পাখি বনেই যাব
হাতে লয়ে লুটা।