১)
মোবাইল ফোন মোবাইল ফোন
পরীর বাড়ি যেও,,,
সেথায় একটু মনের কথা
পরীর সাথে কইও।
বইলো তারে রাতের বেলা
না আসতে এ ঘরে,,
খোকা বাবুর ঘুম ভাংগবে
তারে দেখলে পরে।


২)
ঘাসের তলে যাবো মোরা
গোল্লাছুট খেলিতে,,
লুকোচুরি খেলব মোরা
পিপড়ের পিঠে চড়ে।
ঘাসের পাতায় নিচে সবে
বসব এক সাথে,,।
টুপাটুপির ভাত খাবো
ভাংগা ফুকলা দাঁতে।


৩)
সূর্যি এলো বালিশ পাশে
সবুজ পাতার গতর ছুঁয়ে
উঠান পরে পায়রা টিয়া
নাঁচে দেখ নুপুর পায়ে।
হালের গরু মাঠে লয়ে
কৃষাণ যায় খালি গায়ে।
ঘোমটা ফেলে উষা রাণী
ডুব দেয় পুকুর জলে।
জলে জলে জল খেলি
মৎস জাগে জলের তলে।
বই খাতা লয়ে শালিক
পড়তে যায় হেলে দুলে।
খোকা উঠো খুকি উঠো
পরীর ডানায় উড়ে,,
হাসি মুখে পড়ত বসো
নানান সুরে সুরে।


৪)
ছোট্ট পাখি ছোট্ট পাখি
কেন এত ডাকো,,।
মা গেছে খাবার আনতে
চুপটি মেরে থাকো।
ঠোট ভরে খাবার নিয়ে
আসবে তোমার মা।
পেট ভরে খেয়ো তুমি
চি চি রবে ডাকিয়া।


৫)
আম তলির বাদাম ওয়ালা
লম্বা লম্বা পা,,
সারা দিন বাদাম বেঁচি
যায় অট্টহাসিয়া।
গাছের উপর চড়ুই পাখির
একটি দুটি বাসা।
সেই বাসাতে বাদাম দিবে
খোকার এট্টুস আশা।


৬)
মোবাইল গেইম মোবাইল গেইম
নিম পাতা নুন খাও।
মায়ের হাতে ওষুধ খেয়ে,,
সারা দিন ভরে ঘুমাও।
ঘুমাও তুমি নাক ডেকে
মহিষ ভেড়ার মত,,
মাঠের পর খেলতে যাব
আছে খেলা যত।


৭)
পুটি মাছের ভাজি খাব
শিং মাছের ঝোলে
কৈ মাছের ভুনা খাব
ইলিশ সরষে দিয়ে।
টাকি মাছের ভর্তা খাব
কাচকি বেগুন সাথে।
টেংরা মাছে কচুর লতি
চিংড়ি লাল শাকে।
ভেদা মাছ ঝিংগের সাথে
মুখী মলা মাছে,,
রাণী মাছে কাউরাল মুলা
কাংলা কাকরোলে,,,
শোল মাছে পটল ফাটা
কাইক্যা ঢেড়িতে
এত কিছু খাব আমি
পদ্ম পাতার ভাতে।
শাপলা ফুলের মালা গলে
বসে সবার সাথে।