১)


সকাল বেলা ঘুম থেকে
উঠেই দেখি হাতি
উঠান মাঝে সবার সাথে
হয়ে গেল সাথী।
পা হেলিয়ে গা দুলিয়ে
খেলছে সে বেশ।
সুর উচিয়ে ডাকছে আমায়
যাবে মামার দেশ।


মামার বাড়ি ভবানীপুর
যেতে ইচ্ছে করে।
মামার কোলে উঠে হাতি
হাসবো মন ভরে।
মামা কিনবে নানানকিছু
আমায় আদর করে।
ও হাতি চলনা ভাই
যাই মামার ঘরে।


২)
কাজের শেষে ময়না মিয়া
টাপুর টুপুর কাশে।
তা শুনিয়া ডুবার ব্যাঙ
গলা ছেড়ে হাসে।
ময়না মিয়ার চারটে বউ
দেখতে সুন্দরী।
পাতা খায় লতা খায়
খায় ছড়ছড়ি।
একটা বউ বেশ ভালো
ভানু তার নাম।
ছড়া শুনি ময়না মিয়ার
গোফে দিল টান।
ময়না মিয়া ময়না মিয়া
বিয়া আর করবা?
লাটি দিয়া গুতা দিবো
সারা জীবন কাঁদবা।


৩)
হলুদ রঙের দেশে
নানান পরী আছে
সবুজ পাতার দেশে
নানান সুখ ভাসে।
হলুদ গেল সবুজ বাড়ি
বিয়ে হল শাড়ি পরি।
ডাক বাজলো ঢোল বাজলো
নাঁচলো শ্যালা শালি।
হাত তুলিয়া মাথার পরে
সবাই দাও তালি।


৪)
বুঝে না লাউ বুঝে না
গাছে আর ঝুলে না।
কচু গেছে শ্বশুরঘর
তার নাকি অনেক জ্বর।
আলুর বেশ কালো মুখ
তার মনে নাই সুখ।
শিমের পেটে নানান ব্যথা
দেখ সে কয়না কথা।
টমেটো গেছে বনবাসে
আসবে না বারোমাসে।
মূলার চোখে বেশ পানি
তারো কি হইল জানি!
ঝিঙের মাথায় ভীষণ চাপ
বুকে তার বেশ তাপ।
আদা গাছে গাদা ফুল
হইলো কেম্মে এমন ভুল।
না বুঝিলে ডিজিটাল
উপাস থাকি সবাই টাল।


৫)
নেতা হলেন ছাত্র সোনা
সেই হাবভাব,,,
পশুর মত গর্জন তার
গাজা খায় বড়সাব।
যারে খুশি তারে মারে
বিড়াল কুকুর ভেবে।
একদিন নেতার জ্বর হলো
বর্ষা বাদল দিনে।
শিয়াল আসি চুপি চুপি
দিলো বেশ কামড়।
বিড়াল এসে লাথি দিলো
বলল
মর শয়তান মর।


৬)
যদি কেউ ভুল বুঝে
তুমি থেকো তোমার খোঁজে।
যদি কেউ রাগ দেখায়
মন রাখিও হাসির খেলায়।
কেউ যদি মারতে চায়
কান রাখিও শিয়াল পাড়ায়।
ভালবাসার লয়ে ফুল
কেউ করিও না চরম ভুল।
মনের খবর মনে নিও
নিজের সাথে নিজেই থাইকো।