১)


তেতুল গাছে চিতল পিঠা
ধরছে আকা বাকা।
পথের ধারে কুজো বুড়ির
লাটি খানি বাকা।
ঘটি লইয়া ছোট খুকি
পুকুর পাড়ে যায়।
তা দেখিয়া কুজো বুড়ি
পিটা পেরে খায়।


২)
বিলের ধারে বক পাখি
মাছের আশা করে।
মাছ মিয়া পানির তলে
উকি ঝুকি মারে।
লেজ নাড়িয়া বক ডাকে
আয় মাছ আয়।
ওমনি মাছ লাফ দিয়ে
মাটিতে লুকায়।


৩)
দূরের দেশে বাতি জ্বলে
মিট মিট করে
জ্বানলা খোলে খোকা খুকি
তাই চেয়ে দেখে।
পাশে বসে ময়না টিয়া
হারমনি বাজায়।
বিড়াল মাসি তা শুনিয়া
মিউ মিউ গান গায়।


৪)
ফুলের দেশে পরী রানীর
উড়তে বড় সুখ।
প্রজাপতির তা শুনিয়া
কাপে শুধু বুক।
পাখ মেলিয়া প্রজাপতি
ভ্রমর দেশে যায়
পরীর কথা শুনে অলির
অটঠ হাসি পায়


৫)
ছাগল ঘরের পাশে একটা
নতুন জামার গাছ,,
সেই গাছের নিচ তলায়
পুকুর ভরা মাছ।
পাখ পাখালির ডাক শুনি
ছাগল মে মে করে।
সূযোগ পেলেই ছাগল মিয়া
কাপড় খেয়ে পেট ভরে।