১)
এক চিমটি চাল দিয়া
খুকি রাধে ভাত
এক চিমটি রঙ দিয়ে
খোকা রাঙায় হাত।
তা দেখে রাঙ্গাদি
উঠলো একটু রেগে।
বলল খেলাধুলা ছেড়ে
পড়তে বসছ কবে?


টিয়া বলল খোকা বাবু
খেলা ছাড়ো নাকো,,,
পড়ার মাঝে খেলার সুখ
মন দিয়ে দেখো।


২)


ভুং ভাং ডুং ডাং
শিব এলো উঠানে
গৌরী নাচে শিব নাচে
ঢাকের তালে তালে।
মা দিলো উলুধ্বনি
বাবা দিলো বুল
তা শুনিয়া গাছের পাখি
হইলো মশগুল।


৩)
বর এলো বর এলো
মুকুট মাথায় দিয়া।
কনে সাজে কোনায় বসে
ঘোমটা মাথায় দিয়া।
বাদ্য বাজে সানাই বাজে
বিয়ে বাড়ির ধুম।
দিন রাত্রি কারো চোখে
নাই একটু ঘুম।
ঘুম কুটুম ঘুমম কুটুম
কনের সাথে না যাইও
সারা নিশি জাগতে তাদের
একটু সূযোগ দিও।


৪)


পেয়রা গাছের মগ ডালে
কাঠ বিড়ালীর বাসা।
কত কিযে করে বিড়ালী
খেয়ে নকুল বাতাসা।
বিড়ালীগো বিড়ালী
পেয়রা না খাইও
খোকার মুখে দাঁত উঠছে
একটু সবুর করিও।