১)


মাটি কাটে মাটির মেশিন
বড় বড় দাঁতে
পাথর চাপা দিয়ে হেথায়
দালান গড়বো তাতে।
দালান দালান লাল বাতি
জ্বলবে দিবা নিশি।
একেই বলে শহর নগর
গগন হারা শশী।


২)


টুটুল সোনার জ্বর হয়েছে
শীতে কাঁপে বেশি।
খায় না কিছু দিন রাতি
কান্দে বেশি বেশি।
খোকা সোনা খোকা সোনা
ওষুধ তুমি খাও
কাল থেকেই ডানায় চড়ে
দুনিয়া বেড়াও।


৩)
আজ দাদার গায়ে হলুদ
কাল দাদার বিয়ে।
সেই সুখেতে ময়না পাখি
কত কথা বলে।
গাছে গাছে তোতা টিয়া
গায় সুরে সুরে।
সুর শুনে ময়ুর পাখি
পেখম খোলে নাচে।


দাদা ভাই দাদা ভাই
মোদের কথা শুনো।
বউদি এলেও ঘরে তোমার
ভাইটি বলে ডাকো।


৪)


পাতাল রেল পাতাল রেল
কেমন করে হাটো?
পিপড়ে বাবু দিচ্ছে চিঠি
ঘর তার খুব ছোট!
হেলে দুলে তুমি যদি
পিপড়ের বাড়ি যাও।
আটা রুটি যাহাই পারো
পিপড়ের মুখে দাও।
হেসো নাকো অট্টহাসি
পিপড়ের ঘর দেখে,,,
ওদের আছে ছোট্ট সোনা
ডরে কাপনে সে বুকে।