১)
ঝুমঝুমাঝুম বৃষ্টি পড়ে
সাওল নদীর পরে।
নুপুর পায়ে নাচে নদী
ধিনাত ধিন না ধিন করে।
আলবেলে গানের পাখি
গায় কি জানি গান
বৃষ্টি শুনে তাই সবার
জুড়ায় যে পরাণ।


২)
ঘ্যানর ঘ্যানর ব্যাঙ ডাকে
ব্যাঙের ঘরে পানি।
সাতার কাট্টি ছোট্ট ব্যাঙ
করে ঘ্যানঘানানি।
হাম্প জাম্প করে সদা
মায়ের পাশে পাশে
তা দেখিয়া ব্যাঙ রানী
অট্ট হাসি হাসে।


৩)


সকাল সকাল কাজে যাই
ঘোমটা মাথায় দিয়ে।
বাতাস ভরে শিশির কুয়া
ঝাপটা দিয়ে ধরে।
হাত কাপে গা কাপে
কাপে সারা দেহ,,,
খোকার একটু চা দরকার
দিবে কি কেহ?


৪)
এককা দুগগা তিনগা গাড়ি
চলে লাইন ধরে।
বাত্তি জ্বেলে তার উপরে
ময়না টিয়া চলে।
আল ধরে ডাল ধর
সিনেমাহলে ছবি।
পশুপাখির ছবি দেখে সব
দেখে জীবন খানি।