১)
পেঁচার চোখে বাত্তি জ্বলে
ভুতের চোখের লাগি।
ইঁদুর রানী চাঁদ ভাবিয়া
আহ্লাদে আধখানি।
ঢিং ঢং ভং তালে
ইঁদুর  তুলছে নাচ।
তা দেখিয়া পেঁচার জিবে
লংকা মরিচ ঝাচ।


২)
কল্লোল হিল্লোল দু ভাই
মাটে ঘাটে খেলে।
মা বাবার কথা শুনি
স্কুলে যায় চলে।
ওদের একটা কুকুর আছে
নাম কুতুব আলী।
খাবার মুখে নিয়েই ডাকে
খোকা কোথায় গেলি।


৩)
ভোট দিতে ব্যাং বাবু
গেছে স্কুল ঘরে।
বুথের ভেতরে সাপ শুধু
নড়াচড়া করে।
ওমনি ব্যাং ট্যাং দেখাইয়া
চলে আইল ঘরে।
চিতল পিঠা করে ব্যাঙি
ব্যাঙরে খাওয়ায় আদরে।


৪)
রায় বাবু বড়ই কিপটে
খায় না কিছু মুখে।
ঘরে বাতি জ্বলে গেলে
রেগে উঠে ফোলে।
টাকার গাছে রায় বাবু
টাকার ডিম চায়।
এমন কথা শুইনা গাছ
মাটিতে মুখ লুকায়।


কিপ্টে রায় কিপ্টে রায়
গুর পানি খেও
মাছের পেট খারাপ হইছে
তারে স্যালাইন খাওয়াইও।