১)
কার কথা শুনবে গো তুমি
আমার,, না ওদের,,
যাদের কাছে রেখেছ আবদ্ধ
তোমারই নানান কথা,,,


ওই যে দেখ রসুই ঘরের
মরিচের কৌটা কিছু বলতে চায় তোমায়,,,
পাচঁপুরণের মসলাও কিছু জানাবে তোমায়
জানাবে হলুদ কিবা গোলাপজল,,,
শুন শুনো তাদের কথাই শুনো
শুনেই দেখ,,,চেনা জানা কথায়
তুমি কতটা অচল,,
এক স্বচল গৃহিনীর
আপন কথায়
আপনি অচল৷  অচল।


২)
সব কিছুই আজ সত্য সুন্দর
হয়ে বসে যাবে তোমার চারদেয়ালের ভেতর
সেই ছবিটার মাঝে,,,
যা তুমি এলবামে নয়
হৃদয়ে রেখেছ
আনন্দ সাজে।
কারন আমি যে মিথ্যের ঘরে সত্য নয় বরং সত্যের ঘরেই
আলো জ্বালাই ভালবাসার দরে
পবিত্র বন্ধনের ডোরে।


৩)
আজ দিকে দিকে জেগে উঠেছে নব দুর্বা,,,নব শিশিরে বসে গেছে কাশফুলের বিস্তর উদ্যান,,,
কোথায় জানি আনন্দ দূতের হয়েছে আগমন স্বইচ্চায়,,
বিনা শ্রমে গড়ে উঠেছে প্রাসাদ
মনের আয়তনে,,,


জেগে উঠেছে নব শক্তি নব প্রাণে
জেগে উঠেছে  ভক্তি স্রোত হৃদয় যমুনায়,,,
কে যেন এসেছে স্বর্গ হতে
এই মর্ত্যের সীমানায়,,,,
সে কে গো,,কে সো,,
ও আমাদের দুর্গা,,,মা দুর্গা,দেবী দুর্গা


৪)
কি?গান গাচ্ছ,,,?
আচ্ছা এক কাজ করো
বাতাসে একটু কান পেতে দেখো,,,
দেখো তো কি গান গাইছে বাতাস,,
সে কি এই গান,,যা তোমার গাইছে হৃদয়,,,
নাকি এই গান,,যা গাইছ তুমি
হারমোনিয়ামে?


৫)
অনেক দিন হয়ে গেল
কোন খবর নেই তোমার গা
হতে ভেসে আসা বাতাসের
তারা কি পথ ভুলে চলে গেছে
অন্য কারো সীমানায়
নাকি আমিই ভুল করে দাঁড়িয়ে আছি
ভিন্ন মোহনায়