১)
বেশ....তবে বোষ্টমী ফিরবে শ্রাবণে
যেদিন লাউ গাছের ডগায় ফুল আসবে,,
কচি ডাবের গা চিক চিক করবে
ঠিক সেদিনই ফিরবে বোষ্টমী,,,
ফিরবে কথা দিলাম,,লুটা হাতে করে নয়,,,
মনটাকে রামাবলি করে গায়ে জড়িয়ে ফিরবে,,,
রাম শব্দ পড়তে জানো তো?
নাকি লিখতে,,,


সেদিন বৃষ্টি হবে বাইরে,,উঠোন হবে কর্দমাক্ত,,বন্য হংস হংসী নেমে আসবে উঠোনে,,আদিম খেলায়,,
ঘরের ছাদটা একটু ফুটু করে দিও,,
দরজাটা একটু খোলা রেখ,,,
যদি তোমার গৃহ-অন্দর একটু হয় কর্দমাক্ত,,,
সেথাও খেলে কেউ আদিম পাশা,,,।
বোষ্টমী ফিরবে এমনি দিনে
এমনি যে আশা


২)
গাছের নবীন পাতাগুলির বিয়ে হল বেশ ধুমধাড়াক্কা করে,,,
কপালের তিলক শুকিয়ে খসে পড়ল মাটিতে,,,
ঋতুস্নান করে ফেলেছে সেই বালিকা মেয়েটি একাধিক,,
চার্চের ঘন্টিও বেজেছে হাজার শতেক,,,
মুয়াজ্জিনের টুপিতে লেগে গেছে ঘামের দাগ,,,
তারপরেও এতদিন কোথাত ছিলেন,,,,
কোন সাহিত্য গগনে হয়েছিলেন কোন চরিত্র,,শরৎ কিবা রবি বাবুর?
নাকি নিজের চরিত্র লিপিতেই
বেশ দামদর চালিয়েছে তার সাথে,,
যে সদাই থাকে অদৃশ্য দৃশ্যপটে?


৩)
এ এক খেলায় মেতেছি আমি,,,,
ধরার বুকে প্রচন্ড নেশার খেলা,,
যে খেলায় শান্তি আছে,,
পাশের বাড়ির বউদির হাসি দেখার মত সুখ নেই হয়ত,,
তবে এক তারা হাতে নিয়ে বাউল সেজে
ঘরেই পাওয়া যায় সাগরের সেই   ছোঁয়া,,
একটু ঝির ঝির বাতাস,,
একটু ঢেউ এর গর্জন,
আর গাঙ চিলের আনাগোনা


৪)
ওই যে দেখ,, পাশের বাড়ির মেয়েটি,,
গত বার যখন আম গাছে মুকুল এসেছিল তখন তার কপালে সিঁদুর উঠলো,,,
আর এবার আম পাঁকা যখনি শুরু হলো তখনি,, পাকা আমের মত খসে পড়ল তার কপালের সিঁদুর,,,
এই কয়টা দিনে কতটা নৌকা গেল গো নদীর উপর দিয়ে,,,
কয়টা পাখি ছিল রাত ভর জেগে,,,
কয়টা ধান খেয়েছিল ময়না পাখির দল,,
কয়টা কাপড় পুড়েছিল তার দেহের উত্তাপে,,
অথচ কালই তাকে শুনতে হল,,,,
হাতটা বাড়া,,তোর শাঁখা ভাংগলাম,,,
কপালটা এবার তুই ই ভেঙ্গে নিস,,,।


কপাল কী ভাঙ্গা যায়?
কপাল কী দেখা যায়?
কপাল কী গড়া যায়?


হ্যা হ্যা গড়া যায়লো,,গড়া যায়,,
ওই তো,, যে ছেলেটা বাসে তোর বুক ধরেছিল চেপে,,
সেই তো মন্ত্রী হয়েছে এবার
এখন সে দায়িত্বের কলম চাপে,,
হাতের মুটির মাঝে তার এখন নীতির ভার,,
যে ভারেই গতকাল বলি হল তোর স্বামী,,
নির্বাচনের মন্দিরে।
ও মা বলি চিনিস না,,
কী অলক্ষ্মী মেয়েলো,,
কালী মায়ের রাজ্যে থেকে নরবলি নাইবা চিনিস,,
পাঠা বলি তো চিনিস,,,


৫)
আচ্ছা তুমি কি লোহা দিয়েই
লোহা খেতে শিখো নি,,
তাহলে ফুল কেন ভক্ষণ করতে চাও
লোহার দন্তে,,,
যে প্রজাপতি হতে এসেছে দুয়ারে
তারে উড়োজাহাজের গল্প শুনিয়ে কি হবে,,
আল্পনা কল্পনা মিশিয়ে হয় সজনী
কম্পাস,স্কেল আর ফিতাতে নয়।