১)
পাখিকে গান গেয়ে প্রমাণ করতে হয় না সে পাখি,,,,
নদীকে জল প্রসারিত করে জানাতে হয় না সে নদী,,,
ফুল নিজেকে ফুল বলে চেচাতে হয় না হাটে মাঠে কিবা ঘাটে,,,
বাতি আলো তে নিজের নাম লিখে নিয়ে
আদায় করতে হয় না নিজের নাম,,,সমাজ সভ্যতায়।


তাহলে কে সে মানব কিবা মানবী
নিজের পরিচয় প্রচার প্রচারে
আত্মতৃপ্ত আত্মদর্পণে।
ঘন্টি বেধেছে কন্ঠে ভাষার বয়ানে।
সে কি সত্যি এমন
নাকি পরিচয় হীনা অপরিচিতা
মগ্ন শুধু স্বার্থের সন্ধানে।


২)
এই সময়টা অতি বুক কাপায়
ভাবায়,,কে জানি আসছে
ওই দেখ আসছে বিপদ নিয়ে,,


আমি বিপদের সামনে দিয়ে দৌড়াচ্ছি
ও মা একি তুমি ও যে দৌড়াচ্ছ,,
সে কি দৌড়,,,,,
আর দৌড়ের পেছন পেছন দৌড়াচ্ছে
শুধু বিপদ আর বিপদ।


৩)
আজ কিছু মানুষ আছে পথে,,
ওরা আসছে ,চাইছে আসতে আমার কাছে,,,
আমিও এক চাতকের মত
তাদের দর্শণ বরিষণ অপেক্ষায়,,


কিন্তু কে যেন অপেক্ষাটাকে
চুইংগামের আটার মত করছে লম্বা।
ভীষণ লম্বা,,,,
কিন্তু কেন,,,?
মানুষ হয়ে মানুষে মিলন
মানেই কি অপেক্ষা!
নাকি অপেক্ষাই হল মিলনের পথ?