১)


ঝড়ে ঝরে গেলে তোমার পাতা
গাছ কেমনে ভুলো তাহারে,,
বলো না আমারে,,,
আমি একটু হলেও ভুলতে চাই তারেরে,,,


বর্ষা বাদল যখন হয়,,
টিপ টিপিয়া পড়ে পানি,,বুকে ছিনার উপরে,
সব ভুলে যাই আমি,,,পানি ভুলে না তারেরে


ঘরের বাইর রাত্রি যখন আসে
লটর ফটর করে বাতি,,, কেন চায়  না নিভিতে।
ভরা তেলের কুপি খানি,,, সারা রাত্রি থাকে জেগে।


রুবেলের মনের কথা কে আর বুঝিবে
বৃন্দাবনে পড়েও যে  বুঝলো না বৃন্দাবনরে,,
শিক্ষা দীক্ষা কি আর আছে বান্দাই করা পুস্তকে,?,


২)


হাতের ঘড়ি হাতের ঘড়ি কি সময় রাখো আমার লাগি,,
আমার সময় বসি গাছের মগ ডালে
জাম খায় হাসি হাসি,,
###কি সময় রাখো আমার লাগি।


চৈত্রে মাসে শিবের নাচ উঠানের পরেরে
আমার সময় আজো কেন সেই শিব সঙ্গ করি
নাচি নাচি
## কি সময় রাখো আমার লাগি?....


ভাদ্র মাসে তাল পরে পুকুর পাড়ের ঝোপেরে
আজো কেন সময় থাকে সেই ভাদ্র মাসের
লাগি লাগি,,
## কি সময় রাখো আমার লাগি
...


গান লিখি ছড়া লিখি সেকেণ্ড মিনিট ধরিরে রে
তবু রুবেলের মনের সময় ঘড়ি
আছে কোথায় পড়ি
### কি সময় রাখো আমার লাগি?


৩)


একি আগুন রেখে গেলে বিছানার উপরে,,
বরফে ঢাকিয়াও ঘর,,পুড়ে তরতরিয়ে।



থাকি লুকায়ে,,মনের ভেতরে,,জড়োসরো হয়ে
কেন দমকা বাতাস হয়ে দাও সব প্রকাশ করে?


ঘরের কোনে রেখেছি লাগিয়ে তুলসি তলা করে
তবু কেন রাত নিশিতে করো ডাকাতি ডাকাত হয়ে।


বুঝো মনের ভাষা,,,দিও না আর আশা
রুবেলরে মারতে চাইলো মারো পাশে বসে।