ব্যথার সাগরে দিনে দিনে
যাচ্ছি কি হারিয়ে?
কবে থেকে বলেছি,,এ দুনিয়া আমার নয়
তবু আমি নাকি এ দুনিয়ার।


এখানে বাঁচতে গেলে কাঁদতে যে হবেই
আর বাঁচাতে গেলে নিশ্চিত অসহায়ত্ব
দেখতে হবে উপর হতে উপরের হাতে
শুধু বেদনার শ্বাস ,,বেদনার বিশ্বাস।


২)


আমাকে বেঁচে থাকতেই হবে,,,,
নিঃশর্ত ভাবে বেঁচে থাকতে হবে হেথায়।
আমি বন্যার জলে ভেসে যাব সবার সম্মুখে
আগুনে পুড়ে হব ছাই,,,
তবু আমি বাঁচব,,
কতগুলি নির্লিপ্ত চোখের অগ্রভাগে।


৩)
আজ ১৭ টা দিন ধরে নিখোজ
কে আর,,,
আমি।
আমাকেই পাচ্ছি না খোজে।
কোন শুন্য প্রান্তরে যেন হারিয়ে ফেলেছি আমায়
এই জনতার ময়দানে।
আজ সতেরটা দিন আমি একাকী
আমার সঙ্গ বিহনে।


৪)
যেথায় থাকো,,ভালো থেকো
জানি পাপড়ি মেলার অধিকার তোমার নেই
মুক্ত ডানার স্বাধীনতা তোমার নেই
কারন বেঁচে থাকার নামই যে
আবদ্ধ থাকা পরাধীনতায়।