এই যে সমাজ,
তোমার লজ্জা  হয় না?
কীভাবে দাড়াও তুমি আমার সম্মুখে,
রামু, নাসিরনগর কিবা পুজা, পূর্নিমা হয়ে?
তোমার একটুও কী আত্ম-উপলব্দি হয় না
গুলশান,প্যারিস,লন্ডন, ব্রাসেলস দেখে?
তোমার কী ঘৃণা হয় না নিজের প্রতি,
ঐ ইরাক সিরিয়ার বালু ভুমি রক্তে ভেজাতে?
তোমার কী একটুও খারাপ হয় না হৃদয়
ফিলিস্তিনি, বেলুচিস্তান এর রোদনে?


অভ্যস্ত শিক্ষায়
এ কী শিখিয়ে যাচ্ছ বিশ্বাসের  পতাকায়?
এ কী ঢালছ ধর্মের ভাইরাস মানব সন্তানের বুকে  ?
বানাচ্ছ রোহান,তালেবান কিবা আফগান!


ভোলে কি গেছ সমাজ?  ভোলে কি গেছ?
কে তোমাকে বানিয়েছে হেথায়।
প্রাণের সাথে প্রাণের বসতে
মানুষের পদে পদে আসি
আবারো তুমি বুভুক্ষু  টুইনটাওয়ার ক্ষুধায়?
আবারো তুমি চা পাতি ওয়ালা
নারী, শিশু, সমপ্রেমি নির্বিশেষে।
লজ্জা হয় না সমাজ?
লজ্জা কি হয় না
বেহেস্তের মিথ্যে কারবার করতে এভাবে এই ভবে?


আমার যে বমি আসছে
তোমাকে দেখে॥


--------------------
- রুবেল চন্দ্র দাস
প্যারিস