( আমার এক কবি দিদিভাই এর জন্যে,,,,)


  


যেদিন তোমাকে আমি দেখেছিলাম,,,
পোস্টমাস্টার গল্পের ছোট্ট বালিকাটির সাথে
হেটে হেটে কাশবনে গিয়ে বসে গল্পগুচ্ছ  পড়তে,,,
সেদিনই আমি জেনেছিলাম
তুমিও দিদিভাই একজন শুভা,,,
মধ্যবর্তিনী,,,
নন্দিনী,,,চারুলতা,,,আরো কত কী?


আচ্ছা দিদিভাই
তুমি যে চিঠি লিখেছিলে পোস্টমাস্টারের কাছে,
রবি বাবুর ঠিকানা চেয়ে,,,
সেই চিঠির জবাব কী পেয়েছ?
চায়ের কাপে জল থেকে চা কী আলাদা করতে পেরেছ?
বাতাসের বুকে থেকে নিজের সাথে
বাতাসের দূরত্বটা জেনেছ?
জানো নি দিদি?
বাদ দাও,,,
আমি যদি পরজনমে অপু হই তাহলে শিশিরের সাথে যখন আবার আমার দেখা হবে,,
তখন তাকে বলব,,,,
সে যেন তোমার বুকে রবীঠাকুরের জন্যে
একটু ইয়ের কথা আড়ালে বলে দেয়।
তখন যদি উনি তোমার বুক ছিড়ে
নয়ন সম্মুখে এসে দাড়ান।
তাহলে আমার হয়ে উনার চরণ ছুঁইও।
আর তোমার হয়ে,,,,,


থাক।
বাকিটা তুমি লিখে নিও।
--------------------------------------
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০১/০৮/১৭