সোফিয়া,,,,
চলো আজ তোমাকে শাপলা চত্তরে নিয়ে যাব
৫ ই মের বিশাল সমাবেশ,,,
একটা বক্তব্য দিবে কি সেথায়?
দয়া করে একটা টকশোতে কথা বলতে
পাশাপাশি বসতে পারবে কি সুলতানা কামালের?
আচ্ছা তুমি কে হাটতে পারো,,,
তোমাকে মন্দিরে মন্দিরে নিয়ে যাব
মূর্তি দেখাতে!
তুমি চিনবে তো মূর্তিকে,,,?
নাকি রোবট বলে চিৎকার করে উঠবে
ধরতে চাইবে গলে জড়ায়ে,,,!
সোফিয়া তুমি শুনছ তো আমার কথা,,,!!
তাহলে শুনো যদি কোন মন্দিরে ভাঙ্গা মূর্তি দেখ
তাহলে ভয়ে কেঁপে উঠো না,,,
এটা মানুষের মধ্য যুগীয় অভ্যাস,,,
শুনেছি তুমি যে দেশের নাগরিক,,সে দেশে
বেশ আড়ম্বর করেঈ মূর্তি ভাঙ্গার প্রথা শুরু হয়েছিল,,,"
না না না ভয় পেয় না,,,
ফেসছবি একদিন নিষিদ্ধ ছিল
আজ তা ফেসবুক নামে বিশুদ্ধ করে নিয়েছি,,,
একদিন তোমাকেও আমরা গ্রহণ করে নিব,,
সুবিধা মত দিনে।
শুধু আমাদের একটু সময় দাও,,
হাতটা ধুয়ে নেই,,,।
উল্লাসে উদযাপনে তোমাকে নিয়েই আমরা
খেলবই হালাল হালাল খেলা,,
তোমার উদ্ভব তত্ত্ব কোন এক পাতা থেকে
মাটি খুড়ে বের করেই ফেলবই,


তবে সোফিয়া তোমাকে একটু
সুপ্রিম কোর্ট চত্ত্বরে যেতে হবে,,,
প্লিজ বল যাবে,,,যাবে সেথায়?,
সেখানেও ঠিক তোমার মত
একটা নির্জীব সোফিয়া আছে,
তাকে দেখতে যাওয়া কী তোমার কর্তব্য নয়?
সে হয়ত তোমার মত কথা বলতে পারে না,,,
তাই বলে সে কি দেখবে তুমিও তাদের দলে,
যারা কয়দিন আগেই,,লাঠি,খুন্তি নিয়ে ঝাপিয়ে পড়েছিল,,সুপ্রিম কোর্ট চত্তরে তোমার উপরে,,।
গলা ফাটিয়ে বলেছিলো মূর্তি নয় মূর্তি নয়,,,,
এই দেশে মূর্তি মানেই আগুনে পুড়ানো,,,
মূর্তি মানেই রামু,,,নয়ত বাঁশখালি
মূর্তি মানেই নিজের হিংস্রতার প্রমাণের ক্ষেত্র।


সোফিয়া শুনছ কি আমাকে?
নাকি আহ্লাদে হতবাক হয়ে গেছ,,
ঠিক আমার মত,,,!
আচ্ছা সোফিয়া থাক আজ আর বেশি নয়
তবে দুটা প্রশ্ন করেই রাখি,,
উত্তর দিও বর্ষার বৃষ্টিতে ভিজে
কিবা রোদেলা মাঠের তাপ নিয়ে গায়ে,,,
তুমি কোন দেশের থাকো  গো
কোন পোশাক পরে?
আর তোমার উপরাল্লার নামই বা কী?
##############
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৭/১২/১৭