আমাকে দগ্ধ করেছে যে প্রাণ
সে আফ্রিকার অনাহারি মৃত প্রাণের জীবিত শিশু।
ক্ষুধায় কাতর পথ শিশুর চোখের জলে
পিপাসা দমন।
অসহায় অনাথ প্রাণে দ্বারে দ্বারে
নির্যাতিত কনডমের এতিম শিশু।
বালিকা বালক দেহে যৌনাঙ্গের খাদ্য
ওই মৌলভীর আনারস মনের।


কোথায় কোন শান্তি নেই , কেবল অশান্তি ছাড়া..
জঙ্গির অভিধানের সাগর আয়তনে কেউ গোপনে হলেও দিতে চায় ইচ্ছে লিখে।
প্রাণের সংহারে প্রাণ হচ্ছে বিষ্ফোরিত ..
বিশ্বাসের অজগরে ধর্ষণ করছে আরেক বিশ্বাস।
নিত্য কেবল অর্থের বেদনায় বেদনা নিচ্ছে জন্ম।
তারে জীবিত রেখে আপন দেশে..
কোন মিথ্যে সোয়াবের বোকামি লোভে চলেছ
বালুর পথে ভিন দেশে?
আপন দেশে আপনার শিশু যদি না পায় শিশুর স্থান।
ধর্ম নয় বিদেশ তোর নষ্ট মনের নষ্ট অভিযান।