তুমি ইচ্ছে করলেই গালের ভিতর লুকানো
বৃদ্ধ দন্ত নিয়মটাকে
বৃদ্ধাঙ্গুল দেখাতেই পারতে।
পারতে সামান্য সভ্য অন্ধকার এনে দিয়ে
প্রচন্ড রোদে মরে যেতে যাওয়া
কোন প্রতিযোগী প্রাণ ,,বাঁচিয়ে দিতে
বাঙালির চিরায়ত স্বভাবে।।


জানি এই প্রাণ টাকে সরানোই তোমার সত্য জয়
জানি এই প্রাণ টাকে হারানোই তোমার কর্ম বিজয়।
তাই তুমি না হয় করতে
তোমার মহিমা খরগে
তাকে সংহার!!
তোমার আলো গুনে তুমি ডুবায়ে দিতে
তার সকল মন্দ অহংকার।


কিন্তু না তুমি তা করলে না,,
হোচট খেয়ে পরে যাওয়া  ছাগ শিশুকে
এভারেস্ট বলি দিলে কেবল সেই কারনে,
যুপকাষ্ঠে পড়ল কেন,,মন্দির সম্মুখে?
নিয়ম দেখালে লিপিবদ্ধ বলির,,
নিয়ম দেখালে স্বচ্ছ ভক্ত হৃদয়ের।
পূন্য জয়ের উল্লাসে,,খুশিতে
রঙ মাখালে আবিরে।
রঙ মাখালে ,,মধু মাখা পায়ে
পরাগে পরাগে।


তবে কোথায় জানি ,,কোন মাটির মন্দিরে
বেজে উঠল তোমার আসল পরাজয়ের ঘন্টা,,
যে ঘন্টা বলি চিনে না,,
নিয়ম চিনে না,,চিনে কেবল প্রাণটা।


অসভ্য ,বর্বর বলে চিৎকার করে জানিয়ে দিল সে
ওহে পাপী,,ওহে খুনী তুমি জগৎ সংসারে।
যুদ্ধের ময়দানেও যদি  
অস্ত্র ছাড়া দাড়ায় ,,কেউ সম্মুখে
বীর কভু চালায় না তীর ,,,তার বুকে!!
তাহলে কোন অশ্লীল নিয়মে ,,তুমি করলে এসব
তৈরি করলে এ মরার উপাখ্যান ,,
প্রদীপের নিচের জমানো কালি দিয়ে?
কোন বাঘের নকল থাবায় আঁকতে চাইলে আসল থাবা
যা খুশি তাই করার আওরঙজেব বাসনা লয়ে?
তুমি কি পশুর মত সতেজ খাদ্য খেয়ে
বেঁচে থাকার নিয়ম করতে চেয়েছ তাজা তাজা পালন?
ভুলে গিয়ে মানুষের খাবারের সকল
রসুই ঘরে রাখা ঢাকা সভ্য আয়োজন?
নাকি তুমি করতেই চাও নি এমন কিছু
যা করে ফেলেছে তোমার ,,,অ-সময় স্বজন?


তুমি ইচ্ছে করলেই বৃদ্ধ দন্ত নিয়মটাকে
বৃদ্ধাঙ্গুল দেখাতে পারতে।
ওহে আপনজন!!


পারতে না?


###########################
রুবেল চন্দ্র দাস
প্যারিস