সকালের মৃদু বাতাস , কচি ভেজা হাতে
আমায় ছুয়ে যায় , বিছানায় শুয়ে একসাথে।
শুধু আমি তখন ছুঁয়ে ফেলি ঘুমিয়ে ঘুমিয়ে
তোমার গরম গরম মন আমার সলিল বুকে।


বাহিরে বিমানের আওয়াজ, পথে গাড়ির গর্জন
ঘরের কোনের টিকটিকির , করে লেজের কর্তন।
কোথায়  জানি তোমার সাথে হয়েছিল একটু কথা
তাও আজ চুপ থেকে , ভাঙ্গে আমার ঘুমের নামতা।


দেয়ালে রঙ করলে , দেয়াল রাঙিয়ে দাড়ায়্
বসন্তের বাতাসের ছুয়ায় , পল্লব বেসরম হয়ে যায়।
কিছুই হয় না আমার মন, রাখলেও বৃন্দাবনে
অসহায় এ দেহ শুধু মরতে চায় ভাবিয়া তোমারে।


লেবুর রসে যদিও দুধের সমাধি হয় সহসা
চুনের ছুঁয়ার সোহাগে, পানে লজ্জ্বা লাল আলতা।
কোথাও কোন লজ্জা নেই, নেই আমার সমাধি
তোমার নিষিদ্ধ প্রেমের রসে আমি মগ্ন-ই হয়েছি।