কী চমৎকার ! কী চমৎকার!!
পবিত্র মাটিতে শয়তানের পুজায় বসেছে পবিত্ররা।
ঢাক ঢোল বাজায়ে ঈদের চাঁদ হাতে নিয়ে
নেমেছে সকল সদস্য গণ প্রাণের আবেদনে।
বন্দনায় স্তুতিতে নমস্য চারদিক
পুষ্পথালি লয়ে হাতে ছুটেছে সব
বাকা চাঁদের দেশ হতে।
আনন্দের রাজটিকা পড়ে কপালে
খুশির কোরবানীতে
কেমনে জানি বদলে গেল সবে!
কেমনে জানি শয়তান বন্দনায়
পঞ্চমুখ আদর্শের জগৎ ফেরেস্তা।
ওমনি সুরা হয়ে গেল রমজানের শরবত...
কোন এক বিশেষ প্রাণী হয়ে গেল বরকত!!!


কী সুন্দর ! কী সুন্দর!!!
ধর্ষকের শুক্রানুতে গর্ভবতী হতে চায় সবে..
নত মস্তকে স্তুতির পাঠ্য নিচ্ছে সবে
ওই আপনার থুথুর বক্স হতে!!!
কপালে সিদুর দিয়ে শাড়ি পড়ে
দাড়িয়েছে যে দলপতি!!
ভিন্নগতি যে নেই সমমন্য জনে।


মাথা রেখেছ যেথায় অহংকার আর বিশ্বাসে
সে যে দিয়েছে তুলে তা তব শত্রু(?) শিবিরে!
ধিক আর কভু দিও না কাউকে...
থু থু আর ফেল না উপরে...
কভু শয়তান, শকুন , হায়েনা,
কাফের, নমরুদ বল না কাউকে...
আজ হলেও চিনে নাও আপনাকে।
জুতার যে মালা গেথেছিলে যতন করে
আপনার গলে আজ পড়িলে তা
এলাহি আয়োজনে!


তোমার
বিশ্বাসের মাটি অবিশ্বাসের বন্ধকে।
দেবতা দেবতাই রইল
শুধু আপনারে চিনালে নতুন করে..!
যা বলেছিলে তাকে
আজ তুমি তাই হলে
প্রমাণের প্রয়োজনে।