হয়ত আমি স্বপ্নের গাড়িটার নিচে
চাকা লাগিয়ে দিয়েছি ইচ্ছে মত।
ইচ্ছেমত তার গতি করে দিয়েছি নির্ধারণ
ইচ্ছে মত গন্তব্যে পৌছায়ে,, তারে লয়েই খেলেছি খেলা
আপনার কামনা,বাসনা,আশা ভরশার রঙ্গে।


যে রঙ্গে রঙ্গে মুগ্ধ হয়ে কখনো ভাবিনি
ইচ্ছে করলেই ইচ্ছে হয়না পুরুণ,, আজকাল!
ইচ্ছে করলেই স্বপনেরা ধরা দেয় না হাতে।
ধৈর্যের সীমানার উপর দাঁড়িয়ে থাকতে হয় এক পায়ে,,।
লোহা গরম পথে হাটতে হয় শান্ত মুখে,,
তারপর যদি প্রসন্ন হয় প্রকৃতি পরিস্থিতি,,
তাহলেই স্বপনের ঘরে চলে আসতে পারে বাস্তবতা,,।
হাতের উপর আসতে পারে,, ক্ষুধার্তের জন্য অন্ন।
নতুবা ভিক্ষাবৃত্তিতেও জুটবে না জীবন স্বপনের ভবে,,
তাড়িয়ে দিয়ে সরে যাবে দেবতা হতে মানুষ
নিজের কর্ম দোষে,,,।


আমি হয়ত,,
আমরা হয়ত,,এমন জেনেও এমন রই না
নিজদের ভিন্ন ভিন্ন আশে?


তাই সুখের পেছনে ঘুরে
দুঃখের দেখা পেয়ে যাই
স্বপ্ন পুরণের আশেপাশে?
আমরা কেন জেনেও জানি না রীতি
স্বপন নিয়ে বাচিবার পথ,,স্বপনের দেশে?