তারা স্কুলের বারান্দা কভু দেখে নি,
তবে ডাক্তার হতে চায়।
তারা সা রে গা মা কোনদিন জানেই নি
তবে শিল্পী হতে চায়?
পারবে তো ওরা?
পারবে না কেন?
রাস্তায় দাঁড়িয়ে যদি
পাঁচ ছয় বছর বয়সের দেহ নিয়ে,,
ফুল বিক্রি করতে পারে,
গাড়ির চাকার নিচে  ফুল ঢেলে ঢেলে...
তাহলে এ সভ্যতায় সবই সম্ভব।


কেন ওদের গায়ে কী কোটিপতির
ছেলে মেয়ের থুথু লেগে নেই?
ওদের গায়ে চড় থাপ্পড়, কিল ঘুষির চিহ্ন নেই,,,?
ওদের মুখে কি বঞ্চনার চিহ্ন নেই?
নেই কি ওদের ছেড়া,ময়লা জামা কাপড়ে
এই সমাজের চরিত্রের দাগ?
ওদের  চোখে মুখে কী
কোন অসহায় পশু শাবকেরও ভাষা নেই?
যদি এত সব ঘটা করে ধরে রাখতে পারে জীবনে,,,
তাহলে ওরা একদিন ডাক্তার হবেই,,,,
লিকলিকে লতা বেয়ে স্বপ্ন টা ছিড়ে আনবেই।


হোক না তারা ফুল বেচে রাস্তায় রাস্তায়,,,।
ময়লা কুড়ায় ময়লায় ময়লায়।
তবুও তো ওরে নেমেছে যুদ্ধে তোমাদের সম্মুখে?
বাঁচার তরে যে ক্ষুধার মত অসুরকে
বধ করতে হয় দিনে রাতে,
যে অন্ধকার কে তাড়িয়ে
ছোট্ট হাতের ছোট্ট মুটি ভরে আলো নিয়ে যেতে হয়...
মুমূর্ষু  বাবা কিবা মায়ের তরে।
তা তো তারা তোমাদের অবহেলা দানের মতই
খুব সহজেই  যাচ্ছে করে।
তোমাদের গালি,তিরস্কার,দেখে দেখে
হয়তো ওরা ভাবে,এই শহটাই একটা গালির শহর।
তোমাদের ঘর,বাইর,পাঠশালা সব গালিরই কারখানা!
তোমাদের মায়ের মুখের ভাষাটাই এমন!


আর ভাববেই না কেন?
কোটি টাকার গাড়ি থেকে যদি নেমে আসে ফকির,,
ভিগ মাগে  ওদের সম্মুখে গালির ভাষায়,,,
গা ধাক্কা দিয়ে  ফেলে যায়...
দাম দিয়ে মাত্র একটি ফুলের,
অথচ আরো পাঁচটি ফুল করে যায় ডাকাতি!
তাহলে এই সভ্যতার গাড়ি গুলোই তো; ডাকাত গাড়ি।
চাকা গুলিও চোর চাকা।
আর এই চোর চাকার শহরে,,,
বস্তিতে মা বাবার ভরণপোষণ করা বাচ্চাগুলি
ডাক্তারে হতে পারবে না?
ডাস্টবিনের পাশে যে সভ্যতা পড়ে থাকে
তা পড়ে পড়ে কী সভ্য হতে পারবে না?
এই শহর আয়োজন দেখে কী
জীবনের রঙ চিনতে পারবে না?
দালানের গায়ে এত সব লাল নীল বাতি দেখে কী
রামধনু চিনতে পারবে না?

অবশ্যই পারবে।
ওদের হয়তো কোন আলস্যের সকাল নেই,,,
মা বাবার চিন্তা নেই;আট দশটা টিউটর নেই,,,
পিৎজা নেই,বার্গার নেই,অসুখ নেই বিসুখ নেই
মান নেই,অভিমান নেই।
নিত্য নতুন প্রযুক্তি নেই।
ওদের হয়তো মাসে মাসে কোন বায়নাই নেই,,,
নানান অজুহাত কিবা কষ্টও নেই।
তবে তোমরা তো আছো,,,,
জীবন্ত কষ্ট,,,,
সভ্যতার পাথর চশমা পড়া কষ্ট!


আর এই কষ্টের অগ্রযাত্রায়
তোমাদের ঘৃণায় ঘৃণায় ওরা করছে ক্লাস,,
পাশ করছে স্কুল কলেজ,বিশ্ববিদ্যালয়।
একদিন ডাক্তার না হয়,শিল্পী  না হয়
পরিপূর্ণ ভাবে...
জানা  হয়ে যাবে ওদের।
মানুষ কেমন হয়?
-------------------------------------------------------
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৭/০৮/১৭