আমার বিছানা চাদর টা কালো
একেবারে রাতের গায়ের মত,,,
সেই বিছানার উপরে সাদা বালিশের
বুকের মাথা রেখে ঘুমাতে যাচ্ছি,,
ঠিক তখনি জেগে উঠলো জানি কে,,
আমার ভেতর রাজ্যে যুদ্ধের ঘোড়ার
পায়ের শব্দের মত বলল,,
না সে ঘুমাবে না,,
রাত যতই আধার হোক,
ঘুমের রঙ কভু তার আধার না,,,।
বরং শুভ্র  বালিশের  মত কাঁচের বুকের পথ,,


যে পথে কভু নিদ্রা নেই,
আছে শুধু জেগে থাকা,,,
কভু তাকে কেউ স্বপ্ন বলে
কেউ বলে নিদ্রিত কল্পনা।
আমি বলি ভাবনা,,,