এখন কারো হাতে কোন সময় নেই,,,
কারো হাতে কোন কর্ম নেই,,,
আছে সময় আর কর্ম নামের এক গোলক ধাধা!
এখন বেঁচে থাকার জন্যে জীবন নেই
জীবনের জন্যে আছে বেঁচে থাকা।
এখন সময় রাত পোহালেই,,,,রাতের সাধনা,,
এখন সময় কেবলি তুমি আর আমি ভাবনা।
সময় এখন মনের নয়,,বিলাসের,,,
সময় এখন কর্ম নয় উদযাপনের।
সময় এখন মোহের তরে মোহের সদাচার,,
কল্পনার তরে কল্পনার ব্যাভিচার,,,
সময় এখন আমি,,সময় এখন তুমি,,
সময় এখন তথ্য ব্যাংক বমির,,,
সময় এখন চন্ডালের,পাষাণের,বর্বর খিলজীর,,,
এখন সময় কলির চোখে ঘুম পাড়ানোর,,,
এখন সময় নিজেকে না জেনেই জানানোর।
সময় এখন প্রেমের মাঝে বিষের ভান্ড,,
ভালবাসার আশ্রয়ে হনুমান লংকাকান্ড।
এখন সময়,,সর্বোচ্চ কথকের,,,
এখন সময় সুউচ্চ গলাবাদকের,,,
সময় এখন ভন্ডামির,,চাদরের,,,
এখন সময়,,,আরবের সেই
নোংরামি তেল আধিপাত্যের।
সময় এখন শক্তির সাথে ভক্তির
সোহাগ রজনী,,
জলের সাথে স্থলের ডুবাডুবির সন্ধি।
এখন সময় যমরাজের হাতে ইন্দ্রপ্রস্থ,,,
সময় এখন শয়তানের হাতে খোদার বাক্স।